s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

ঘরে লোহার দরজা লাগাতে গিয়ে প্রবাসীর মৃত্যু

1

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রিল চাপায় রেজাউল করিম প্রকাশ হেঞ্জু মিয়া (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৫টায় মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের তারাকাটিয়া এলাকার মনির আহাম্মদ মিস্ত্রি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত হেঞ্জু মিয়া ওই বাড়ির হাবিবুল্লাহ সওদাগরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের প্রবেশমুখে শ্রমিক দিয়ে নতুন লোহার গ্রিলের দরজা লাগানোর সময় হঠাৎ করে ছিটকে পড়ে হেঞ্জু মিয়ার বুকে আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার এসআই নেছার আহাম্মেদ।

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

1 মন্তব্য
  1. Aminul Alam বলেছেন

    Eguloi hochche oshikkhitor kaj/ obosheshey mrittu// Kono protection nai kajer//

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm