চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রিল চাপায় রেজাউল করিম প্রকাশ হেঞ্জু মিয়া (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৫টায় মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের তারাকাটিয়া এলাকার মনির আহাম্মদ মিস্ত্রি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত হেঞ্জু মিয়া ওই বাড়ির হাবিবুল্লাহ সওদাগরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের প্রবেশমুখে শ্রমিক দিয়ে নতুন লোহার গ্রিলের দরজা লাগানোর সময় হঠাৎ করে ছিটকে পড়ে হেঞ্জু মিয়ার বুকে আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার এসআই নেছার আহাম্মেদ।
কেএস
Eguloi hochche oshikkhitor kaj/ obosheshey mrittu// Kono protection nai kajer//