চকরিয়ায় ভাতিজার কিল-ঘুষিতে চাচার মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার হাতে খুন হলেন চাচা। অভিযুক্ত ভাতিজাকে পুলিশ থেকে ছিনিয়ে নিয়ে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। জানা গেছে, জমি বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে চাচাকে হত্যা করেন ভাতিজা।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহ ওমরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ কালু ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে। অভিযুক্ত ভাতিজা মাস্টার আলী আহমদ মৃত সরুত আফজালের ছেলে। নিরাপত্তার জন্য আলী আহমদের স্ত্রী পারভীন আক্তার বানুকে হেফাজতে নিয়েছে চকরিয়া থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজা মাস্টার আলী আহমদ ক্ষুব্ধ হয়ে চাচা মোহাম্মদ কালুকে মারধর ও লাথি দেন। এতে চাচা কালু মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আলী আহমদ সেখান থেকে পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত কালুর লাশ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত আলী আহমদ ও তার স্ত্রীকে আটক করা হয়। তাদের থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে আলী আহমদকে ছিনিয়ে নিয়ে মারধর করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটকদের থানায় নিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ভাতিজা আলী আহমদকে আটক করে থানায় আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থে তার স্ত্রী পারভীন আক্তার বানুকেও হেফাজতে রাখা হয়েছে। নিহত মোহাম্মদ কালুর মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিজে

ksrm