চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ নির্দেশ দেন।

জানা গেছে, ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ দেন মনছুর আলম মুন্না নামের এক স্থানীয় সংবাদকর্মী। তিনি জানান, তাকে থানায় আটক করে নির্যাতন করা হয়েছে, তার কর্মস্থান কক্সবাজার হলেও তাকে নিয়ম বহির্ভূতভাবে চকরিয়া থানায় নিয়ে থানা হাজতে নির্যাতন করা হয়।

ওই সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোনকলের মাধ্যমে অভিযুক্ত ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাংবাদিকদের সত্য খবর প্রকাশের অনুরোধ জানিয়ে বলেন, শুক্রবার আপনারা একটা সংবাদ দেখেছেন, যেখানে রাজশাহীগামী বাসে ডাকাতির সময় এক নারীকে ধর্ষণ করা হয়নি, তারপরও কিছু মিডিয়া সংবাদ প্রকাশ করেছে। এতে ওই নারী সমাজে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তিনি বলেন, মাঝে মাঝে আপনাদের কিছু সাংবাদের কারণে সমাজে অস্থিরতা তৈরি হয়। আপনাদের অনুরোধ করছি সত্য খবর প্রকাশ করুন। আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি। আমি একসময় মর্নিং নিউজে ছিলাম।

ঈদগাঁও জামায়াতকর্মী আব্দু রসিদ হত্যা মামলায় চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুঁইয়াকে আসামি করা হয়। অপরদিকে সাংবাদিককে চকরিয়া থানায় নিয়ে হত্যাচেষ্টা, মারধর, লুটপাট ও চাঁদা দাবি শেষে সাজানো মামলা দিয়ে কারাগারে পাঠানোর অভিযোগে ২৭ জানুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার একটি মামলা দায়ের করেন ভিকটিম মনছুর আলম মুন্না।

মুন্না ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার।

এনিয়ে ওসি মঞ্জুর এর বিরুদ্ধে হত্যা ও অপহরণ আলাদা দুটি মামলা দায়ের করা হয়। আসামির বাড়িতে গিয়ে এক মহিলাকে যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে গত ২৭ ফেব্রুয়ারি ৩ বিএনপি নেতাকে ডাকাতির মিথ্যা মামলা দেখিয়ে আটক করার প্রতিবাদে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm