s alam cement
আক্রান্ত
৮১২১৭
সুস্থ
৫৫২০৮
মৃত্যু
৯৫৮

চট্টগ্রামের আলোচিত দুদক কর্তার বদলির আদেশ স্থগিত করেছে হাইকোর্ট

0

চট্টগ্রামের আলোচিত দুদক কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের বদলির আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম উদ্দিনের বেঞ্চে এই আদেশ দেয়া হয়।

হাইকোর্টের এ আদেশ বলা হয়েছে, আগামি দুই সপ্তাহে জন্য দুর্নীতি দমন কমিশন ( দুদক) সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন স্বপদে বহাল রাখার আদেশ প্রদান করেন। এ বিষয়ে পরবর্তী শুনানি করতে ওই আদেশ বলা হয়েছে।

এবিষয়ে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মো. মাজহরুল হকের স্বাক্ষরিত একটি হাইকোর্টের একটি আদেশ চট্টগ্রাম প্রতিদিনের হাতে এসেছে।

জানা যায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম-২ জেলা সমন্বিত কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের ভোটার ও কক্সবাজারের বড়বড় মেগা প্রকল্পের দুর্নীতি ধরিয়ে রাঘলবোয়াল গ্রেপ্তারের মাধ্যমে আলোচনায় আসেন দুদকের এই কর্মকর্তা। সবশেষ চলতি বছরের ৭ জুন কক্সবাজারের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান (বর্তমানে পৌরসভার মেয়র) থেকে সনদ পাওয়া ১৩ রোহিঙ্গার বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদক কর্মকর্তা মো. শরীফ উদ্দিন। এ মামলায় অভিযুক্ত করা হয় কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তাসহ জেলার বিশেষ শাখার তিন পুলিশ পরিদর্শককে। কিন্তু মামলা দায়ের হওয়ার পরই পটুয়াখালীতে বদলি করে দুদক কর্মকর্তা মো. শরীফ উদ্দিনকে।

মুআ/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm