চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া পিস্তল লক্ষ্মীপুরে উদ্ধার

চট্টগ্রামের হালিশহর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে লক্ষ্মীপুরে এক যুবকের বাড়িতে। মাটি খুঁড়ে সেই অস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুর জেলা সদরে একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

১৮ ডিসেম্বর অবৈধ অস্ত্র থাকার অভিযোগে সুমন হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ডিবি-পশ্চিম ইউনিটের একটি টিম ঢাকার শেরেবাংলানগর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তার তথ্যের ভিত্তিতে তার বাড়ির মাটির নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেছেন, গত বছরের ৫ আগস্ট চট্টগ্রাম নগরীর হালিশহর থানা থেকে অস্ত্রটি লুট করা হয়েছিল। এ ঘটনায় আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম নগরীর আটটি থানা ও আটটি ফাঁড়ি থেকে ৯৪৫টি অস্ত্র লুট করে দুর্বৃত্তরা। এর মধ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে ৭৮০টি অস্ত্র।

ডিজে

ksrm