চট্টগ্রামের লালদীঘি ময়দানে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় লোকে লোকারণ্য হয়ে উঠেছিল পুরো এলাকা। পরে এক বিক্ষোভ মিছিল ‘আমরা সবাই হাদি হবো’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে নগরীর লালদীঘি ময়দানে ‘চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন কল্পোলোক আবাসিক জামে মসজিদের খতিব ইমরানুল হক সায়েম। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, কলেজ-বিশ্ববিদ্যালয়, মাদরাসার শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেয়।
জানাজা শুরুর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জুবায়েরুল ইসলাম মানিক, ইবনে ওমর যায়েদ ও জুলাই ঐক্য চট্টগ্রামের আহ্বায়ক ইবনে হাসান জিয়াদ।
ইবনে ওমর যায়েদ বলেন, ‘আজকের এই জানাজা থেকে আমরা একটি বার্তা দিতে চাই। আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ইনসাফের পক্ষে। আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ইনকিলাবের পক্ষে। আমরা বলতে চাই, ইনসাফের লড়াই, ইনকিলাবের লড়াই। আমরা ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছি। সুতরাং কোনো সাম্রাজ্যবাদী শক্তি যদি বাংলাদেশকে নেক্সট টার্গেট করতে চায়, বাংলাদেশকে বাইরে ঠেলে দিতে—তাহলে বাংলার জনতা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করবে, ইনশাআল্লাহ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর নিউমার্কেট মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়।
এদিকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে দুপুরে আরেকটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। অ্যান্টি ফ্যাসিস্ট স্কোয়াডের আয়োজনের এ জানাজা থেকে হাদির হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়েছে।
আইএমই/ডিজে


