চট্টগ্রামের নার্সারি মালিকদের ক্ষতিকর গাছ সম্পর্কে ধারণা দিলো ‘ওয়ান ম্যান আর্মি’

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে যুব সংগঠন ‘ওয়ান ম্যান আর্মি’ চট্টগ্রামের নার্সারি মালিকদের ক্ষতিকর ও নিষিদ্ধ গাছ সম্পর্কে ধারণা দিচ্ছে। ‘রোড টু গ্রিন আর্থ ৪.০’ ইভেন্টের আওতায় তারা এসব গাছ বিক্রি বন্ধ করা ও পরিবেশকে ক্ষতির হাত থেকে বাঁচাতে এমন উদ্যোগ নিয়েছে।

সোমবার (২৫ আগস্ট) তারা সংগঠনের সদস্যরা নগরীর ডিসি হিলের বাংলাদেশ নার্সারিতে গিয়ে লিপটাস এবং আকাশমণি গাছকে বিক্রয় ও বিপনণ নিষিদ্ধের কথা তুলে ধরেন। একইসঙ্গে নার্সারি পর্যবেক্ষণ কার্যক্রম থেকে গাছের দাম, কোন গাছের চাহিদা বেশি এবং বৃক্ষপ্রেমীদের কোন গাছের প্রতি আগ্রহ—এই তথ্য সংগ্রহ করেন। পরে এসব বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে বলে জানায় সংগঠনটি।

তাছাড়া পরবর্তীতে সমুদ্র সৈকতে উপযোগী গাছ স্থাপন, প্লাস্টিক রিসাইকলসহ বিভিন্ন কর্মসূচির নেবে বলে জানিয়েছে সংগঠনটি। এই কর্মসূচির মূল উদ্দেশ্য—সৈকতের পাশে এমন গাছ লাগানো যেগুলো লবণাক্ত মাটি ও বাতাসে টিকে থাকতে পারে এবং ঝড়-জলোচ্ছ্বাসে ঢাল হিসেবে কাজ করে এবং পরিবেশ সুন্দর রাখে। পাশাপাশি প্লাস্টিক রিসাইকেল কর্মসূচি মাধ্যমে প্লাস্টিক সংগ্রহ করে নতুনভাবে প্রক্রিয়াজাত করা, যাতে তা আবার কাজে লাগে।

এই ইভেন্টের উল্লেখযোগ্য আরো দুটি স্কুলভিত্তিক কার্যক্রম ছিল—পরিবেশবিষয়ক আর্টিকেল রাইটিং প্রতিযোগিতা (ফতেয়াবাদ আদর্শ বহুমুখি উচ্চ বিদ্যালয়, হাটহাজারী) এবং অপরটি কুইজ প্রতিযোগিতা ও সচেতনতা সেশন (নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ)। যেখানে শিক্ষার্থীরা পরিবেশের ওপর বিষাক্ত গাছের নেতিবাচক প্রভাব সম্পর্কে জ্ঞান অর্জন করে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm