চকরিয়ায় থানাহাজতে নিহত দুর্জয়ের পরিবারের পাশে সনাতনী নেতারা

কক্সবাজারের চকরিয়ায় থানাহাজতে নিহত দুর্জয় চৌধুরীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন সনাতনী নেতৃবৃন্দরা। এসময় তারা নিহত দুর্জয় চৌধুরীর পিতা ও আত্মীয় স্বজন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।

চকরিয়ায় থানাহাজতে নিহত দুর্জয়ের পরিবারের পাশে সনাতনী নেতারা 1

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠুর নেতৃত্বে একদল সনাতনী নেতৃবৃন্দ চকরিয়ায় যান। নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িতদের তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

একইসঙ্গে নেতৃবৃন্দ এসব ঘটনার বিষয়ে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের সঙ্গেও কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন দাশ, অর্থ সম্পাদক স্বপন গুহ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলন ধর, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা রুবেল মল্লিক, অরুপ শর্মা, চকরিয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দাশ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক জয় পাল, চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দির কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল দাশ, হারবাং ইউনিয়ন বিএনপির সহ সভাপতি অমর ধর, চকরিয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক উজ্জ্বল দাশ, সাংবাদিক ছোটন দাশ, তপন সুশীল, সুজয় চৌধুরী, সুধীর দাশ।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm