চট্টগ্রাম নগরের রসূলবাগ আবাসিক এলাকার দুই দশকের বর্জ্য ব্যবস্থাপনা ব্যাহত হওয়া, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা এবং সরকারি খাসজমি দখলমুক্ত করার দাবিতে রসূলবাগে অনুষ্ঠিত হলো এক শান্তিপূর্ণ মানববন্ধন।
শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর স্থানীয় সমাজ কল্যাণ পরিষদের আয়োজন করা এ কর্মসূচিতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত হয়ে তাঁদের দীর্ঘদিনের দাবি ও উদ্বেগ তুলে ধরেন।
মানববন্ধনে বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি অধ্যাপক নুরুন্নবী বলেন, রসূলবাগে সার্বিক জনস্বাস্থ্যের জন্য দীর্ঘসময় ধরে গড়ে ওঠা পরিচ্ছন্ন ও নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা এই এলাকার অন্যতম সাফল্য। তিনি জানান, হঠাৎ ডাস্টবিন সরানোর উদ্যোগ জনস্বার্থের পরিপন্থী এবং তা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
মসজিদের সেক্রেটারি সেলিম উদ্দিন বলেন, কর্পোরেশনের নিয়মিত ময়লা অপসারণ ব্যাহত হলে এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকি বাড়বে এবং চাক্তাই খালসহ আশপাশের পরিবেশ বিপর্যস্ত হবে।
সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শেখ আসাদউল্লাহ বলেন, একটি স্বার্থান্বেষী মহল এলাকার অন্তর্ভুক্ত না হয়েও নিজস্ব সুবিধার জন্য বহু বছরের স্থিতিশীল ব্যবস্থা নষ্ট করতে চাইছে। তিনি উল্লেখ করেন, রসূলবাগের বর্জ্য ব্যবস্থাপনা জনগণের স্বার্থেই পরিচালিত হয়ে আসছে এবং এ ব্যবস্থা বিঘ্নিত করার কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। সহ-সভাপতি মোহাম্মদ লিটন বলেন, ডাস্টবিন সরিয়ে নিলে মানুষ বাধ্য হবে যত্রতত্র বর্জ্য ফেলতে, যা পরিবেশদূষণ, খাল ভরাট এবং জলাবদ্ধতার মতো সংকট ডেকে আনবে। তিনি এ সিদ্ধান্তকে এলাকাবাসীর জন্য অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।
সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ নছরুল্লাহ করিম বলেন, এলাকায় যে সরকারি খাসজমি রয়েছে তা পুনরুদ্ধার করে সেখানে পরিকল্পিত ও আধুনিক ডাস্টবিন নির্মাণ করা হলে পুরো ব্যবস্থাপনা আরও টেকসই হবে। অর্থ সম্পাদক নিজামুদ্দিন মনি জানান, এটি কারও বিরুদ্ধে আন্দোলন নয়; এটি ২০ হাজার মানুষের স্বাস্থ্য, পরিবেশ ও দৈনন্দিন জীবন রক্ষার ন্যায্য দাবি। তিনি কর্পোরেশনকে বৈধ দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, রসূলবাগের জনগণ কখনোই অগোছালো বর্জ্য ব্যবস্থাপনার পক্ষে নয়। বর্তমান ডাস্টবিন ব্যবস্থা এলাকাবাসীর জীবনমান টিকিয়ে রাখতে অপরিহার্য। তাঁদের দাবি, ডাস্টবিন সরানোর সিদ্ধান্ত অযৌক্তিক এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি তৈরি করবে। সরকারি খাসজমিতে পরিকল্পিত ও আধুনিক ডাস্টবিন নির্মাণের দ্রুত উদ্যোগ গ্রহণ এবং বর্তমান অবস্থানে বর্জ্য ব্যবস্থাপনা বজায় রাখার আহ্বান জানান তাঁরা। কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এস এম এয়াকুব এবং নুরুল আবচার।
মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, রসূলবাগের বাসিন্দারা পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা এবং ন্যায্য অধিকারের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবেন। তাঁরা শান্তিপূর্ণ উপায়ে যেকোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখবেন।




