চট্টগ্রামের পেশাজীবীদের দক্ষতা বাড়াতে পিএমআই বাংলাদেশের নতুন উদ্যোগ

চট্টগ্রাম নগরীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশ চ্যাপ্টারের সেমিনার। এসময় দেড় শতাধিক পেশাজীবী, শিক্ষার্থী ও কর্পোরেট কর্মকর্তারা এই সেমিনারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পিএমআই এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে। এর মাধ্যমে স্থপতিদের নকশা পরিকল্পনা, অংশীদার ব্যবস্থাপনা এবং বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই অংশীদারিত্ব ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

শনিবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রেডিসন ব্লু বে ভিউ হোটেলের ‘মোহনা’ হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও প্রেক্ষাপট উপস্থাপনের পর স্বাগত বক্তব্য দেন পিএমআই বাংলাদেশের প্রেসিডেন্ট এটিএম ইকবাল চৌধুরী।

উদ্বোধনী বক্তব্য দেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নূরুল করিম। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন এজেড কনসালটিংয়ের ম্যানেজমেন্ট ও এক্সিকিউটিভ কনসালট্যান্ট আহমেদ জিবরান। আমন্ত্রিত বক্তাদের মধ্যে ছিলেন টেক নভেল্টি লিমিটেডের সিটিও আরিফুর রহমান, র‌্যানকন হোল্ডিংস লিমিটেডের ডিভিশন ডিরেক্টর মাশিদ রহমান, প্যানাসিয়া কনসালটিং গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ড. আজিম মোহাম্মদ, ওয়েব ফন্টেইন বাংলাদেশের পিএমও দীপেশ বানিক, বিসিএসআরএম-এর জিএম ও হেড অব স্ট্র্যাটেজিক প্রজেক্টস সঞ্জয় মুকুন্দভাই ঠাক্কার, র্যা নকন এফসির সিইও তানভির শাহরিয়ার রিমন এবং পিটুপিও উইকন প্রপার্টিজ লিমিটেডের ডিরেক্টর মাহাদি ইফতেখার।

টেক নভেল্টি লিমিটেডের সিটিও আরিফুর রহমান বলেন, বাংলাদেশে প্রকল্প ব্যবস্থাপনা কার্যক্রম দুই দশক পুরনো হলেও প্রতিষ্ঠানগুলো এখনো প্রক্রিয়ার যথাযথ ব্যবহার করছে না। একেকজন কর্মী একেকভাবে কাজ করলে ফলাফল ভিন্ন হয়। প্রশিক্ষণ ও শেখার সংস্কৃতি গড়ে তোলা জরুরি।

র‌্যানকন হোল্ডিংস লিমিটেডের ডিভিশন ডিরেক্টর মাশিদ রহমান বলেন, আগামী ২৫-৩০ বছরে দেশে অসংখ্য প্রকল্প হবে। এজন্য দরকার শক্তিশালী নেতৃত্ব ও পেশাদারিত্ব। সরকারি প্রকল্পে সময়ক্ষেপণ কমানো গেলে দেশের অর্থনীতিতে বিরাট সুফল আসবে।

পিএমআই বাংলাদেশের প্রেসিডেন্ট এটিএম ইকবাল চৌধুরী বলেন, ঢাকার বাইরে থাকা পেশাজীবীদের জন্য চট্টগ্রামে এই প্রথম আয়োজন করা হলো। আজকের সেশনের মাধ্যমে নির্মাণ ও আইটি খাতের পেশাজীবীদের দক্ষতা বাড়ানো, তরুণদের প্রক্রিয়ায় যুক্ত করা এবং শিক্ষার্থী ও কর্পোরেট কর্মকর্তাদের প্রশিক্ষণ নিশ্চিত করাই মূল লক্ষ্য।

এএএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm