চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী হতে চান সৈয়দ হাবিব হাসনাত। এ উপলক্ষে নিজ এলাকায় তিনি ‘উঠান বৈঠক’ করে স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার মিয়া বাড়িতে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বিএনপি নেতা রফিকুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও মাহমুদুর রহমান মান্না’র সঞ্চালনায় বৈঠকে প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা সৈয়দ মহিউদ্দিন আনসার।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ হাবিব হাসনাত বলেন, পটিয়ার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা দূর করাই আমার মূল লক্ষ্য। জনগণের অধিকার আদায়ে আমি সর্বদা আপোষহীন ভূমিকা পালন করব। পটিয়াবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি আগামীর পথচলা শুরু করেছি। বিএনপি জনগণের দল, এই দলের শক্তি হচ্ছে তৃণমূল। পটিয়ার প্রতিটি মানুষই আমার পরিবার, আমি আপনাদের পাশে থাকতে চাই সবসময়।
তিনি আরও বলেন, আজকের এই বৈঠকের উদ্দেশ্য একটাই—আমরা সবাই ঐক্যবদ্ধ হই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শামিল হই। আমরা চাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আর সেই নির্বাচনের মাধ্যমে আমরা আবারো জনগণের সরকার প্রতিষ্ঠা করব, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব বাস্তবে রূপ নেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান এসএম মিজানুর রহমান, বিএনপি নেতা শহিদুল আলম, জিরি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. কাসেম, যুবদল নেতা মো. হাসান, পটিয়া উপজেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আনসার, কুসুমপুরা ইউনিয়ন যুবদল নেতা মোর্শেদ আলম বাচ্চু, আব্দুল মান্নান, মোহাম্মদ জাবেদ, নেজাম, শাফায়াত, এনাম, নজরুল, আমান, শামীম, হৃদয়, শাহেদ, ইমন, সামির, জিসান, নিজাম, শাহাদাত, আবুল কাশেম, রাশেদ, সালেম, ফারুক, আরিফ, মনজুরুল।