বিশ্বতালিকায় পিছিয়ে পড়ল চট্টগ্রাম বন্দর, শীর্ষে সাংহাই

চট্টগ্রাম বন্দর কনটেইনার পরিবহনের আন্তর্জাতিক ক্রমতালিকায় এক ধাপ পিছিয়ে গেছে। লন্ডনভিত্তিক শিপিং বিষয়ক সংবাদমাধ্যম লয়েডস লিস্ট ২০২৪ সালের তথ্য অনুযায়ী এ বন্দর বর্তমানে ৬৮তম স্থানে রয়েছে।

বিশ্বতালিকায় পিছিয়ে পড়ল চট্টগ্রাম বন্দর, শীর্ষে সাংহাই 1

ওয়ান হানড্রেড পোর্টস ২০২৫’ শীর্ষক বিশেষ প্রকাশনায় শনিবার (৩০ আগস্ট) এই তালিকা প্রকাশ করা হয়েছে।

লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দর ২০২৪ সালে মোট ৩২ লাখ ৭৫ হাজার একক কনটেইনার পরিবহন করেছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৩০ লাখ ৫০ হাজার। অর্থাৎ এক বছরের মধ্যে কনটেইনার পরিবহন ৭.৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রাম বন্দরের চারটি কনটেইনার টার্মিনাল, কমলাপুর কনটেইনার ডিপো ও পানগাঁও নৌ টার্মিনাল মিলিয়ে এসব কনটেইনার ওঠানো-নামানো হয়েছে।

কিন্তু এতেও বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান এক ধাপ নেমে গেছে। গত বছর বন্দরটি ছিল ৬৭তম স্থানে। বিগত এক দশকে চট্টগ্রাম বন্দরের সর্বোচ্চ অবস্থান ছিল ২০১৯ সালে, যখন এটি ৫৮তম স্থানে ছিল।

লয়েডস লিস্টের ক্রমতালিকা কেবলমাত্র কতটুকু কনটেইনার পরিবহন হয়েছে তার ওপর ভিত্তি করে তৈরি করা হয়। তালিকায় স্থান বন্দর পরিষেবার মান নির্দেশ করে না, তবে কনটেইনারের সংখ্যা অঞ্চলভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও বাণিজ্যিক গতিশীলতার একটি ধারণা দেয়। কারণ কনটেইনারে শিল্পের কাঁচামাল ও মূল্যবান পণ্য আমদানি-রপ্তানি হয়।

বিশ্বের অন্যান্য শীর্ষ বন্দরগুলোর মধ্যে চীনের সাংহাই বন্দর এবার ৫ কোটি ১৫ লাখ একক কনটেইনার পরিবহন করে শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর, ৪ কোটি ১১ লাখ একক কনটেইনার পরিবহনের সঙ্গে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm