উখিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ও শুক্রবার মধ্যরাতে ইনানী সমুদ্র সৈকত এবং মনখালী সমুদ্র সৈকত থেকে দুইজনের লাশ উদ্ধার করে কোস্টগার্ড।

নিহতরা হলেন— জালিয়াপালং ইউনিয়নের মনখালী বাঘঘোনা পাড়া গ্রামের নুর হোসনের ছেলে হাবিবুল আবছার (১৭) ও একই গ্রামের নাজির হোছন এর পুত্র মোহাম্মদ সায়েম (১৮)। তারা দুইজন উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দুপুরে ইনানী সমুদ্র সৈকতে একটি লাশ ভাসতে দেখেন জেলেরা। পরে তারা কোস্টগার্ডকে খবর দেয়। কোস্টগার্ড লাশ উদ্ধার করলে হাবিবুলের আত্মীয়রা এসে এটি শনাক্ত করেন।

এছাড়া শুক্রবার রাত আড়াইটার দিকে উখিয়ার মনখালী সমুদ্র সৈকত থেকে নাজমুল হোসেন সায়েমের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

সৈয়দ আহমদ নামে এক স্থানীয় বাসিন্দা জানান, শুক্রবার সকালে ছয় বন্ধু মিলে মাছ ধরতে যায় সাগরে। এর মধ্যে দুইজন পানিতে ভেসে যায়।

এ বিষয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দা ও কোস্টগার্ড। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm