চট্টগ্রামে জন্মাষ্টমীতে ৪ দিনব্যাপী অনুষ্ঠান, সনাতনীদের সুরক্ষায় ১০ দাবি

শনিবার মহাশোভাযাত্রা

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ১৫ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত চার দিনব্যাপী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব দেশব্যাপী যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন করা হবে। এ উপলক্ষে পরিষদের পক্ষ থেকে জেএম সেন হলে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এছাড়া সনাতনীদের সুরক্ষায় ১০ দাবি উত্থাপন করা হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট( দুপুরে নগরীর রহমতগঞ্জের সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ আগস্ট সকাল ১০টায় বের করা হবে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা। শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্তের সমাগম হবে।

এ সময় জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিদ্যালাল শীল, চন্দন দাশ, পরেশ চৌধুরী, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, যুগ্ম সম্পাদক লায়ন রবি শঙ্কর আচার্য্য, অর্থ সম্পাদক রতন আচার্য্য, প্রচার সম্পাদক এস প্রকাশ পাল, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস, উত্তর জেলার সাধারণ সম্পাদক জুয়েল চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির উপ-অর্থ সম্পাদক সুমন ঘোষ বাদশা, উপ-দপ্তর সম্পাদক বাবলু কুমার নাথ, কেন্দ্রীয় কমিটির উপ-মহিলা সম্পাদিকা ঊষা আচার্য্য, চট্টগ্রাম মহানগর শাখার অর্থ সম্পাদক রাজু দাশ, দীপ্তি দাশ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু বলেন, সুষ্ঠু সমাজ ব্যবস্থাপনায় অত্যাবশ্যক বিষয়গুলোর অন্যতম হলো সংযত ও নিয়মতান্ত্রিক জীবনযাপন, ন্যায়বিচার, সাম্যবাদ, সৎকর্ম, পরম সহিষ্ণুতা ইত্যাদি।

চার দিনব্যাপী অনুষ্ঠানসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রতিবারের মতো জাতীয়ভাবে চার দিন অনুষ্ঠান আয়োজন করে আসছে পূজা উদযাপন পরিষদ। এবারও তার ব্যতিক্রম হবে না। আগামী ১৫, ১৬, ১৭ এবং ১৮ আগস্ট নানা আয়োজনের মাধ্যমে জন্মাষ্টমীর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সনাতনীদের সুরক্ষায় ১০ দাবি

সনাতনী ধর্মাবলম্বীদের পক্ষ থেকে ১০ দাবি তুলে লায়ন আর কে দাশ রুপু বলেন, বিগত সরকারের শাসনকাল থেকে সনাতনীরা নানাভাবে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে আসছে। সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা, দেবোত্তর সম্পত্তি উদ্ধার, ঐকমত্য কমিশনে সনাতনী প্রতিনিধি সংযুক্তকরণ, নেতাদের দখলে থাকা সম্পত্তি উদ্ধার এবং মামলার নিষ্পত্তি, সংসদে সনাতনীদের জন্য সংরক্ষিত আসন, হামলার ঘটনায় ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিতকরণ, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, পালি ও সংস্কৃত শিক্ষাবোর্ড গঠন, বিগত সরকারের আমলে দায়ের হওয়া ডিজিটাল আইনের মামলা বাতিল এবং ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে সনাতনীদের ওপর হামলার বিচার দাবি জানাচ্ছি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm