হত্যা মামলায় তিনদিনের রিমান্ডে সাবেক এমপি নদভী

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি মামলায় সাবেক এমপি আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা থেকে আবু রেজা নদভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এরপর গত ১২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে হাজির করার পর পুলিশের আবেদনের ভিত্তিতে সাতকানিয়া ও লোহাগাড়া থানার পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

আবু রেজা নদভী চট্টগ্রাম-১৫ (আংশিক সাতকানিয়া ও লোহাগাড়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেবের কাছে পরাজিত হন।

এর আগেও একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm