চট্টগ্রামের রাউজানে মায়ের চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারী মা, ছোট বোন ও অটোরিকশা চালক আহত হয়েছেন।
নিহত নারীর নাম ছুনু বড়ুয়া (৪৫)। তিনি রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক গোদারপাড় গ্রামের মৃত বীর মোহন বড়ুয়ার মেয়ে।
আহতরা হলেন—ছুনু বড়ুয়ার মা দিপালী বড়ুয়া (৭০), ছোট বোন বর্ণা বড়ুয়া (৪০) ও অটোরিকশার চালক মন্টু বড়ুয়া (৪২)।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক মো. হানিফ জানান, নগরীর দিক থেকে আসা একটি অটোরিকশা রাতের আঁধারে একটি ভ্যান গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি সড়কের পাশে বিলে পড়ে যায় এবং অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে ঘুরে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা নোয়াপাড়ামুখি বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে পথেরহাট চৌরাস্তার মুখে ট্রাকটি আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
জানা গেছে, দুর্ঘটনার পর মো. হানিফ তার অটোরিকশার যাত্রীদের নামিয়ে দিয়ে আহতদের উদ্ধার করে পথেরহাট পাইওনিয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ছুনু বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের স্বজনরা জানান, মা দিপালী বড়ুয়ার চিকিৎসা শেষে চট্টগ্রামের ইবনে সিনা হাসপাতাল থেকে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। বাড়ির অদূরেই তাদের জীবনযাত্রা থমকে যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেজে/ডিজে