টানা বৃষ্টিতে চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। এর মধ্যে ২৪ ঘণ্টায় ২২ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে। এনিয়ে জুলাই মাসের সাতদিনে আক্রান্ত হয়েছেন ৮৩ জন।
সোমবার (৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবিদনে আরও জানানো হয়, নতুন আক্রান্ত ২২ জনের মধ্যে ৬ জন চট্টগ্রাম মেডিকেলে, ১ জন বিআইটিআইডি ও ২ জন জেনারেল হাসপাতালে শনাক্ত হয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলায় ৫ জন ও প্রাইভেট হাসপাতালগুলোতে শনাক্ত হয়েছে ৮ জন।
আক্রান্তদেন মধ্যে ১৩ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ শিশু রয়েছে। এ নিয়ে জুলাই মাসে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হলো ৮৩ জন। চলতি বছর মোট আক্রান্ত ৫২৮ জন। এদের মধ্য দু’জন মারা গেছেন।
তবে আক্রান্তের হিসেবে ২৯৪ জনই বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ তালিকায় শীর্ষে আছে বাঁশখালী উপজেলা, এখানে আক্রান্ত ৮৯ জন।
ডিজে