চট্টগ্রামের পাহাড়তলীতে চিনিগুঁড়ার নামে নিম্নমানের চাল প্যাকেটজাত করে বিক্রি করে আসছিল ব্যবসায়ীরা। এছাড়া ওজনে কম দেওয়া ও মূল্য তালিকা ছাড়াই তারা কেনাবেচা করছিল। এসব অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে এ অভিযান চালায় চট্টগ্রামের বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
অভিযানে এসব অনিয়মের দায়ে মেসার্স চৌধুরী অ্যান্ড কোং-কে ১ লাখ, মেসার্স হক রাইস এজেন্সিকে ৮ হাজার এবং মেসার্স আদর স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রামের বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ক্রেতাদের কাছ থেকে আমরা বিভিন্ন অভিযোগ শুনেছি। অভিযানে গিয়ে দেখেছি, চিনিগুঁড়ার নামে নিম্নমানের চাল প্যাকেটজাত করে বিক্রি করছে তারা। এছাড়া ওজনে কম দেওয়া ও মূল্য তালিকা না টাঙিয়ে ব্যবসা করছে তারা।
এসব অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ফয়েজ উল্যাহ।
আইএমই/ডিজে