সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার জেরে চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ছাত্রকে প্রধান ছাত্রাবাস থেকে বহিষ্কার করেছেন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে পরে অন্য ব্যবস্থা নেওয়া হবে।
বহিষ্কৃত ছাত্রের নাম সাইফ হোসেন নিয়ন। তিনি এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র।
নিয়নের বিরুদ্ধে অভিযোগ, তিনি শেখ হাসিনা সরকারের দোসর, ফ্যাসিস্ট ও ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন হোস্টেল সুপার অধ্যাপক হাবিব হাসান। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, হলে ব্যাচভিত্তিক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে নিজেকে জাহির করতেন সাইফ হোসেন নিয়ন। ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের গালিগালাজ করা হয় ওই পোস্টে। পরে এই পোস্টটি ফেসবুকেও দেন সাইফ। হলের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিষয়টি জানার পর তার ওপর চড়াও হয়। সোমবার রাতে হোস্টেলের ডাইনিংয়ে এ ঘটনা ঘটে। উত্তেজিত শিক্ষার্থীরা নিয়নকে হল ছেড়ে যাওয়ার আল্টিমেটাম দেন। তাকে মারধরও করেন।
তিনি আরও বলেন, বিষয়টি আজ (মঙ্গলবার) কলেজের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে উঠলে নিয়নকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করে ১ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসীম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, প্রথমত—সব অভিযোগ প্রাথমিকভাবে যাচাই করে অভিযুক্ত ছাত্রকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইএমই/ডিজে