চট্টগ্রামে জিকা ভাইরাসের প্রথম হানা, শনাক্ত দুজন

চট্টগ্রামে প্রথমবারের মতো জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুজন। আক্রান্তরা একজন নারী এবং একজন পুরুষ—দুজনেরই বয়স ৪২ বছর।

জানা গেছে, সোমবার নগরীর একটি বেসরকারি ল্যাবরেটরিতে তাদের শরীর থেকে সংগ্রহ করা নমুনায় জিকা ভাইরাসের প্রাথমিক উপস্থিতি শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘নমুনা পরীক্ষায় একটি কম্বাইন কিট ব্যবহার করা হয়েছিল, যা একাধিক ভাইরাস শনাক্তে সক্ষম। তাই নিশ্চিত হওয়ার জন্য আরও কিছু পরীক্ষা প্রয়োজন, যা আইডিসিআরের নির্দেশনায় করা হবে।’

চিকিৎসকদের মতে, জিকা ভাইরাস ডেঙ্গু বা চিকুনগুনিয়ার মতোই এডিস মশার মাধ্যমে ছড়ায়। যদিও ডেঙ্গুর মতো তীব্র জীবনঝুঁকি নেই, তবে গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই ভাইরাস মারাত্মক হতে পারে। জিকায় আক্রান্ত গর্ভবতী মায়ের অনাগত শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম জিকা ভাইরাস শনাক্ত হয় ২০১৪ সালে। তবে চট্টগ্রামে এবারই প্রথম এর উপস্থিতি ধরা পড়ল, যা জনস্বাস্থ্যের জন্য নতুন এক সতর্কবার্তা।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm