চট্টগ্রামের সীতাকুণ্ডের কালো তেলের ডিপোতে নেমে এক শ্রমিকের মৃত্যু হয়েছে হাসপাতালে আনার পর। গুরুতর আহত আরও তিন শ্রমিক মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের পর চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছিল।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফৌজদারহাটে রেলগেট এলাকায় জামাল কোম্পানির তেলের ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। আহতদের মধ্যে পরিচয় মিলেছে যে দুজনের, তারা হলেন—মীর আহম্মদ (২৮) ও মো মোস্তফা কামাল (৩৫)।
সীতাকুণ্ড কুমিরা ফায়ার স্টেশন লিডার পিপলু আহমেদ বলেন, সীতাকুণ্ড থানার ফৌজদারহাট রেলগেট এলাকায় জামাল কোম্পানির তেলের ডিপো মূলত জাহাজের কন্টেইনার থেকে কালো তেল মজুদ করে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক শ্রমিক তেলের ডিপার ভেতরে নেমে কোনো সাড়াশব্দ না থাকায় অপর এক শ্রমিক নামেন। এভাবে তারও সাড়া না পেয়ে একে একে অপর দুইজন নামেন ডিপোতে।
পরে চারজনের কোনো সাড়াশব্দ না পাওয়ায় ডিপোর লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ডিপো থেকে মুমূর্ষু অবস্থায় চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অক্সিজেন স্বল্পতায় চার শ্রমিক অসুস্থ হয়ে পড়েন বলে জানান তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম আশেক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘জামাল কোম্পানির কালো তেলের ডিপো থেকে গুরুতর আহত চারজনকে এনে হাসপাতালে আনা হয়। তাদের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে আহতদের শরীরে।’
আইএমই/ডিজে