চট্টগ্রাম নগরের উত্তর ধনিয়ালাপাড়ার ঘনবসতিপূর্ণ এলাকাজুড়ে শুক্রবার (১৪ নভেম্বর) ও বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ছিল নির্বাচনী তৎপরতার ব্যতিক্রমী দৃশ্য। ছালেহ কন্ট্রাক্টরের বাড়ি, স্কুল বাড়ি, ডিটি রোড ও টি অ্যান্ড টি গলির বিভিন্ন বাড়িতে গিয়ে বিএনপির ৩১ দফা ও ধানের শীষের লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা মানুষের হাতে হাতে পৌঁছে দিতে তিনি দিনভর ঘুরে বেড়ান।
লিফলেট বিতরণের সময় নিয়াজ মোহাম্মদ খান মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। তিনি ন্যায়ের পথে এগিয়ে চলা, ৩১ দফায় আস্থা ফিরিয়ে আনা এবং সবার আগে দেশকে অগ্রাধিকার দেওয়ার ডাক তুলে ব্যাপক জনসমাগমে লিফলেট তুলে দেন।
তিনি বলেন, নির্বাচনের যাত্রা শুরু হয়ে গেছে এবং ফেব্রুয়ারিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি দাবি করেন, ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে।
নিয়াজ মোহাম্মদ খান বলেন, কোনো অপশক্তি বা স্বৈরাচারের দোসর নির্বাচনী যাত্রা ব্যাহত বা নৈরাজ্য তৈরির সুযোগ পাবে না, সে বিষয়ে জনগণ ও বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
বিভিন্ন বাড়ি ও গলিতে গণসংযোগের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ করে তিনি নির্বাচনী পরিবেশ ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

