রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে রেলের জায়গা দখলে নিয়ে অস্থায়ী দোকান ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে।
চট্টগ্রাম রেলওয়ের পলোগ্রাউন্ড, টাইগারপাস,ফলমন্ডি এলাকায় ফ্লাইওভার নিচে রেলের এসব জায়গা দখল করে দোকান ও গুদাম ঘর ভাড়া দেওয়া হয়েছে।
তবে অভিযুক্ত বিএনপি নেতাদের দাবি, দখলের অভিযোগ সত্য নয়। তারা দোকান বসিয়ে যে ভাড়া পান সেটা দিয়ে দারোয়ানের বেতন দেন।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে সরেজমিন দেখা গেছে, পলোগ্রাউন্ড ফ্লাইওভারের নিচে গড়ে তোলা অবৈধ গোডাউনে ফলমূল সরবরাহের ক্যারেট রাখা হয়েছে। দোকানিরা আপন মনে কাজ করছেন। টাইগারপাস ফ্লাইওভার ও পুরাতন স্টেশনের ফলমণ্ডির বিপরীতে ফ্লাইওভারের নিচের জায়গা দখল করে সেখানে মালামাল রাখা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন—আব্দুল কাদের, মুন্না খান ও রুবেল। এদের মধ্যে মুন্না নিজেকে স্থানীয় বিএনপি এবং মুন্না ও রুবেল যুবদল নেতা হিসেবে পরিচয় দেন।
কয়েকজন দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগের লিমন গ্রুপকে প্রতি মাসে মোটা টাকা দিতে হতো। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর যুবদল নেতারা মাসোহারা নিচ্ছেন। তারা জায়গা দখলে নিয়ে অবৈধ দোকান তৈরি করে ভাড়ায় দিয়েছেন।
এ ব্যাপারে আশপাশের কোয়ার্টারে থাকা রেলওয়ে কর্মচারীদের পক্ষ থেকে রেলের ভূসম্পত্তি দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। তাদের দাবি, অবৈধ দোকান ও স্থাপনা নির্মাণের ফলে এলাকায় ছিনতাই, চুরি, অসামাজিক কাজ বেড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে আব্দুল কাদের বলেন, পূর্বে লিমন ও বাবু টাকা আদায় করতো। জায়গাটিতে দোকান (ক্যারেট) ভাড়া দিয়ে ৮ হাজার টাকা তুলে, তা দাড়োয়ানের বিল হিসেবে দেওয়া হয়।
চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা খোরশেদ আলম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। শীঘ্রই উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পদ কর্মকর্তা মাহবুব-উল-করিম জানান, শীঘ্রই সেখানে উচ্ছেদের অভিযান পরিচালনা করা হবে।
জেএস/ডিজে


