লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের ডিরেক্টর হলেন ফরহাদুল হাসান মোস্তফা

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি ৪, লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের ক্লাব ডিরেক্টর পদে মনোনীত হয়েছেন সমাজসেবক ও মানবাধিকার কর্মী ফরহাদুল হাসান মোস্তফা।

দীর্ঘ সময় ধরে তিনি সমাজের বিভিন্ন স্তরে সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন। অসহায় মানুষের সহায়তা, দরিদ্র পরিবারের জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা এবং মাদকবিরোধী কার্যক্রমে তিনি রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা। তাঁর পরিশ্রম, নেতৃত্বগুণ ও সংগঠনের প্রতি দায়বদ্ধতা তাঁকে ক্লাবের নেতৃত্বের কেন্দ্রে নিয়ে এসেছে।

নতুন দায়িত্ব সম্পর্কে ফরহাদুল হাসান মোস্তফা বলেন, ‘মানবতার সেবাই লায়ন্স ক্লাবের মূল দর্শন। আমাদের ক্লাব এমন একটি উদাহরণ হতে পারে, যেখান থেকে প্রতিটি উদ্যোগ মানুষের কল্যাণে কাজ করবে।’

তিনি জানান, নতুন দায়িত্বে ক্লাবের প্রশাসনিক কার্যক্রম, প্রকল্প বাস্তবায়ন, তরুণ প্রজন্মের সম্পৃক্ততা ও স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেবেন।

ksrm