ফিরিঙ্গিবাজারে ‘লাক্সারি কারে’ মিললো তিন কোটি টাকার ইয়াবা

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার এলাকার মেরিনার্স রোডে একটি পরিত্যক্ত বিলাসবহুল গাড়ি থেকে প্রায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এর বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুরাতন ফিশারিঘাট এলাকার মুখে এ অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নুরে আল মাহমুদসহ পুলিশের গোয়েন্দা পুলিশের সদস্যরা।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ফিশারিঘাট এলাকায় আগেই অবস্থান নেয় টহল দল। কিছুক্ষণ পর ঢাকা মেট্রো গ–৩৭১৮৪৯ নম্বরের একটি প্রিমিও ব্র্যান্ডের গাড়ি সেখানে দেখা যায়। চেকপোস্টের সিগন্যাল অমান্য করে গাড়ির চালক দ্রুত চলে গেলে কিছুদূর গিয়ে গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশ গাড়িটি ঘিরে তল্লাশি চালিয়ে হলুদ কস্টেপে মোড়ানো ৯টি প্যাকেট ও একটি কালো স্কচটেপে মোড়ানো প্যাকেটসহ মোট ১০ প্যাকেট ইয়াবা উদ্ধার করে। আনুমানিক এক লাখ পিস ইয়াবার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার পর গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের দাবি, গণমাধ্যমের সামনে প্যাকেটগুলো খুলে আনুষ্ঠানিকভাবে গণনা করা হবে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।

ksrm