রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে মানববন্ধন করেছে পদোন্নতিবঞ্চিত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। এ সময় তারা বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিআরবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পদোন্নতিবঞ্চিত কর্মচারীরা বলেন, বর্তমানে প্রচলিত নিয়োগবিধিমালা, ২০২০ এ উচ্চমান সহকারী পদে ৫০ শতাংশ সরাসরি নতুন নিয়োগ এবং ৫০ শতাংশ পদোন্নতির মাধ্যমে নিয়োগের বিধান রয়েছে। ফলে বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-অপারেটর ফিডার পদধারী প্রায় ৯০ শতাংশ কর্মচারীদের অধিকার খর্ব হয়েছে। যেখানে নিয়োগবিধিমালা, ১৯৮৫-তে উচ্চমান সহকারী পদে নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-অপারেটর থেকে শতভাগ পদোন্নতির মাধ্যমে নিয়োগের বিধান ছিল।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ও দুই অঞ্চলের মহাব্যবস্থাপক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন কর্মচারীরা।
মানববন্ধনে পূর্বাঞ্চলের বিভিন্ন দপ্তরে কর্মরত অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকসহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমআর মঞ্জু এবং বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কাযর্করী সভাপতি সেলিম পাটোয়ারী।