চট্টগ্রামে রেলের পদোন্নতি না পাওয়া কর্মচারীদের মানববন্ধন

রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে মানববন্ধন করেছে পদোন্নতিবঞ্চিত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। এ সময় তারা বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিআরবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পদোন্নতিবঞ্চিত কর্মচারীরা বলেন, বর্তমানে প্রচলিত নিয়োগবিধিমালা, ২০২০ এ উচ্চমান সহকারী পদে ৫০ শতাংশ সরাসরি নতুন নিয়োগ এবং ৫০ শতাংশ পদোন্নতির মাধ্যমে নিয়োগের বিধান রয়েছে। ফলে বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-অপারেটর ফিডার পদধারী প্রায় ৯০ শতাংশ কর্মচারীদের অধিকার খর্ব হয়েছে। যেখানে নিয়োগবিধিমালা, ১৯৮৫-তে উচ্চমান সহকারী পদে নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-অপারেটর থেকে শতভাগ পদোন্নতির মাধ্যমে নিয়োগের বিধান ছিল।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ও দুই অঞ্চলের মহাব্যবস্থাপক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন কর্মচারীরা।

মানববন্ধনে পূর্বাঞ্চলের বিভিন্ন দপ্তরে কর্মরত অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকসহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমআর মঞ্জু এবং বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কাযর্করী সভাপতি সেলিম পাটোয়ারী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm