চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গার কাটগড় এলাকায় লায়ন্স ক্লাব অব চিটাগং এবং জনতা ক্লাব অব চিটাগংয়ের যৌথ উদ্যোগে চক্ষু ও দন্তসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) জনাব আলী পাইলট স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ সেবামূলক কার্যক্রমে প্রায় ৫০০ শিক্ষার্থী ও স্থানীয় মানুষ চক্ষু ও দন্ত চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা দেন লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
সেবামূলক এ আয়োজনে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং ও জনতা ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন, ক্লাবের সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা, ট্রেজারার লায়ন অনুপম মজুমদার, আরসি হেডকোয়ার্টার লায়ন ইসমাঈল চৌধুরী, ইন্টারন্যাশনাল মার্কেটিং চেয়ারপারসন লায়ন খোরশেদ আলী, টেইল টুইস্টার লায়ন মানস বড়ুয়া, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব, আইপিপি লিও শাহাদাত হোসেন সাইফ, ডা. শোভা চক্রবর্তী, জসিম উদ্দিন, মিসেস মিসমা আক্তার, অনন্য রিফাত, অন্তু ভট্টাচার্য, আবচার, সেলিম, জামাল এবং জনতা ক্লাবের সদস্য রেহনুমা খান প্রমুখ।
অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন বলেন, সেবার জগতে লায়ন্স ক্লাব অব চিটাগং বরাবরই এক অনন্য দৃষ্টান্ত। সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।