৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অথেন্টিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘সবুজপ্রাণে সাজাই দেশ,সজীব রাখি পরিবেশ’—প্রতিপাদ্যে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা ‘Greensoul: 5000 Trees for Earth’ এর উদ্বোধনী অনুষ্ঠান এবং বার্ষিক বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে৷

এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ির পরিষদ বীরপ্রতীক শফিকুন নূর মওলা মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন অথেন্টিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. জয়নুল আবেদিন তাওরাত।

বক্তারা বলেন, মানবতার সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানটি আগামী ৫ বছরে পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় ৫০০০ বনজ বৃক্ষ রোপণ, বিতরণ ও পরিচর্যা করার লক্ষ্যে পদক্ষেপটি গ্রহণ করেছে। বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ- শিক্ষকমন্ডলী,স্থানীয় জনগণসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততায় একটি সচেতন,পরিবেশবান্ধব সমাজ গঠনে অবদান রাখায় এই মিশনের অন্যতম উদ্দেশ্য।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শামীমা আক্তার এনির উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়। অতিথি ছিলেন ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. লিয়াকত আলী চৌধুরী, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. আজিজুল হক,অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর সদস্য মো. মোকতার হোসেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm