চট্টগ্রামের হজরত গরিবুল্লাহ শাহ (র.) মাজার প্রাঙ্গণে লায়ন্স জেলা ৩১৫-বি৪-এর হাঙ্গার কার্যক্রমের উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায়। লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটন, ইউনাইটেড স্টার্স ও লিজেন্ড ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক লায়ন নেতা, সদস্য ও লিওবৃন্দ অংশ নেন।
জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু পিএমজেএফ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কার্যক্রমের। বিশেষ অতিথি ছিলেন অক্টোবর সার্ভিস চেয়ারম্যান ও ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ এবং পিডিজি লায়ন আল সাদাত দোভাস পিএমজেএফ।
এছাড়া উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার গাজী মো. শহীদুল্লাহ, জয়েন্ট ট্রেজারার লায়ন মাইনুদ্দিন জিলাল, জিএলটি লিডার লায়ন জাহানারা বেগম, জিএসটি লিডার লায়ন মোর্শেদুল হক চৌধুরী, হাঙ্গার চেয়ারম্যান লায়ন আবু নাসের রনি, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী ও লায়ন ইঞ্জিনিয়ার এম মহিউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র লায়ন লিডার লায়ন তারেক কামাল, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন এম এ মুকিত, লায়ন মাহবুবুল হক খান, লায়ন সাহেলা আবেদীন ও লায়ন ফজলে করিম লিটন। ক্লাব লিডারদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন ইঞ্জিনিয়ার ইফতেখারুল আলম, লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন স্বপ্না আক্তার, লায়ন আসিফ গনি, লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, লায়ন আব্দুল্লাহ আল নোমান, লায়ন ইঞ্জিনিয়ার মো. নুরুল আবসার আজাদ ও লায়ন খালেদ রিসাদ প্রমুখ।
এই উদ্যোগে বিশেষ সহযোগিতা করেন লায়ন মো. নাসির উদ্দীন ও লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টার্সের লিও সদস্যরা। লায়ন্স জেলা ৩১৫-বি৪-এর এই হাঙ্গার কর্মসূচিতে প্রায় ৩০০ মানুষের মাঝে রাতের খাবার ও পানি বিতরণ করা হয়।
লায়ন নেতা মোসলেহ উদ্দীন আহমেদ অপু বলেন, ‘মানবতার সেবা লায়ন্স ক্লাবের অঙ্গীকার। ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।’
আয়োজকদের মতে, এই কার্যক্রম শুধু একটি খাবার বিতরণ নয়, বরং মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার একটি প্রয়াস।