চট্টগ্রামে সাংবাদিক নাসিরুল আলমকে স্মরণ, মেয়রের কণ্ঠে আবেগের বার্তা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মানুষ মারা যায়, কিন্তু তার আদর্শ ও কর্ম অমর হয়ে থাকে। একজন আদর্শবাদী মানুষের মৃত্যু হলেও তিনি বেঁচে থাকেন তাঁর সততা, শ্রম আর সৃষ্টির মধ্য দিয়ে।

তিনি বলেন, মো. নাসিরুল আলম ছিলেন একজন পরিশ্রমী, নিষ্ঠাবান ও নীতিবান সাংবাদিক। আজকের এই শোকসভায় সহকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে, নাসির শুধু একজন সহকর্মী ছিলেন না—তিনি ছিলেন একজন আদর্শের বাতিঘর, যিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

বুধবার (২১ মে) সন্ধ্যায় টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের প্রয়াত সহ-সভাপতি মো. নাসিরুল আলমের শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর নূর আহমদ সড়কের টিসিজেএ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীব। বিশেষ অতিথি ছিলেন দিগন্ত টেলিভিশনের সাবেক চট্টগ্রাম অফিস ইনচার্জ গোলাম মাওলা মুরাদ এবং যমুনা টেলিভিশনের ডেপুটি ইনচার্জ তারেক মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন টিসিজেএ সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী মামুন।

সঞ্চালনায় ছিলেন টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। এসময় আরও বক্তব্য দেন টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, দীপংকর দাশ বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম এবং এখন টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মো. নবাব মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী, রাজনৈতিক সচিব জিয়াউর রহমান জিয়া, টিসিজেএ সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, রবিউল হোসেন টিপুসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং প্রয়াত মো. নাসিরুল আলমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় চট্টগ্রাম জোন মসজিদের ইমাম ক্বারি মাওলানা মো. মুহিব্বুল্লাহ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm