কক্সবাজার থেকে মোটরসাইকেল করে ফেরার পথে ট্রাকের ধাক্কায় পড়ে পিষ্ট হয়ে মারা গেছেন রাজশাহীর জয়পুরহাটের এক যুবক। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন।
নিহত যুবকের নাম মাছুম (৪৫)। তিনি জয়পুরহাটের পাঁচবিবি এলাকার বাসিন্দা। তবে তার সঙ্গে থাকা মোটরসাইকেলের অপরযাত্রী প্রাণে বেঁচে যান।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার পাশেই মদিনা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বাকলিয়া থানার এসআই মো. আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মো. আব্দুল কাদের বলেন, দু’দিন আগে জয়পুরহাট জেলার পাঁচবিবি থেকে মোটরসাইকেল করে কক্সবাজার বেড়াতে আসেন মাসুমসহ ৪ জন । তারা সবাই একই পরিবারের সদস্য। কক্সবাজার ঘুরে পুনরায় জয়পুরহাট যাওয়ার পথে বাকলিয়া থানার মদিনা হোটেলের সামনে অজ্ঞাত এক ট্র্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সঙ্গে অপর যে যাত্রী ছিলেন, তিনি প্রাণে বেঁচে গেলেও ট্রাকের নিচে চাপা পড়েন মাছুম। ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে ট্রাকটি আটক করা যায়নি বলে জানান এসআই কাদের।
আইএমই/ডিজে