চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভে মীর হেলাল, রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে দিলেন কড়া হুঁশিয়ারি

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপিকে ঘিরে চলমান রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিলে উত্তাল ছিল নগরী। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর গেইটে গিয়ে শেষ হয় এ মিছিল।

মিছিলপূর্ব সমাবেশে বিএনপি নেতারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চাঁদাবাজদের বিএনপিতে জায়গা নেই, আর শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড চলতে থাকলে চট্টগ্রাম থেকেই প্রতিরোধ গড়ে তোলা হবে। তারা দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের সূর্য হিসেবে অভিহিত করে তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘দেশনায়ক তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের সূর্য। তাকে রুখে দেওয়ার শক্তি কারো নেই, একমাত্র আল্লাহ ছাড়া।’

তিনি অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে দেশে ‘মব কালচার’ চালু হয়েছে। এটি একধরনের সন্ত্রাসের সংস্কৃতি। তবে বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল। কোনো অন্যায়কে আমরা সমর্থন করি না, প্রশ্রয়ও দিই না।’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড চলতে থাকলে চট্টগ্রাম থেকেই প্রতিরোধ গড়ে তোলা হবে।’

সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী বলেন, ‘চাঁদাবাজদের বিএনপিতে কোনো জায়গা নেই। কেউ চাঁদাবাজি করতে চাইলে দল ছেড়ে অন্য দলে যোগ দিক।’

তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে লড়াই করে যাচ্ছি। সামনে কঠিন নির্বাচন। জনগণ যদি ভোট দেয়, বিএনপি ক্ষমতায় যাবে। আর না দিলে যাবে না। কিন্তু গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।’

নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ২ নম্বর গেইট এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

এসময় আরও বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূইয়া, জহিরুল হক টুটুল, আবু বক্কর রাজু, রাজিম উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, রিফাত হোসেন শাকিল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, মো. আলমগীর, কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, ইফতেখার উদ্দিন নিবলু ও তাজুল ইসলাম নয়ন।

উপস্থিত ছিলেন মহানগর, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm