অনাগত সন্তানের মুখ দেখে যেতে পারলেন না নঈমুল

এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় মো. নঈমুল হোসাইন ও জেরিন আক্তারের। তাদের ঘর আলোকিত করার অপেক্ষায় অনাগত সন্তান। কিন্তু সেই সন্তানের মুখ দেখার আগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নঈমুল।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের আরশি নগর ফিউচার পার্কের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামুখী অংশে এ দুর্ঘটনা ঘটে। এতে মো. আজিজ নামে এক পথচারীও আহত হয়েছেন।

নিহত নঈমুল হোসাইন (২৪) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট এলাকার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার মৌলভী বাড়ির অবসরপ্রাপ্ত সেনাসদস্য তোফাজ্জল হোসেনের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নঈমুল বাইক নিয়ে চাকরির সুবাদে বিএসআরএম এলাকায় যাওয়ার পথে আরশিনগর ফিউচার পার্কের সামনে বাইকটি এক পথচারীকে ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই মেহেরুল আলম প্রান্ত বলেন, ‘নঈমুল ছিল ক্রীড়ামোদী। ফুটবল খেলার প্রতি ছিল তার ছিল আলাদা টান। উপজেলার বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতো সে। ভালো ফুটবল খেলতো সে। সদালাপী ও খুবই মিশুক প্রকৃতির ছিল সে। একমাত্র ছেলে নঈমুলকে হারিয়ে নিস্তব্দ তার বাবা-মা। দেড় বছর আগে একই এলাকার জেরিনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নঈমুলের। স্ত্রী জেরিন আক্তার ছয় মাসের অন্তঃসত্ত্বা। তার মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছিনা।’

নিহত নঈমুলের জেঠাতো ভাই রনি চৌধুরী বলেন, ‘এভাবে সড়ক দুর্ঘটনায় নঈমুলকে হারাতে হবে, বিষয়টি মেনে নেওয়া আমাদের জন্য খুবই কষ্টদায়ক। একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা এখন বাকরুদ্ধ, স্ত্রী নির্বাক। নিজের অনাগত সন্তান দুনিয়াতে আসার আগেই এতিম হয়ে গেল। শুক্রবার সকাল ১০টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শ্যামলী রাণী দে বলেন, বাইক দুর্ঘটনায় নঈমুল হোসাইন হাসপাতালে আনার আগেই মারা যায়। মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। এ ঘটনায় আহত আজিজকে হাসপাতালে চিকিৎসা চলছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় নিহত নঈমুলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত ছাড়া পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm