চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের অন্যতম সহযোগী বোরহানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ সময় বোরহানের ছোড়া গুলিতে এক পথচারী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেলেও পুলিশের দাবি, আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

পুলিশ বলছে, বোরহান শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের ‘সেকেন্ড-ইন-কমান্ড’। তার তথ্যের ভিত্তিতে সাজ্জাদকে গ্রেপ্তার করা হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার আরকান সড়কের বাহির সিগন্যাল এলাকার ফোরএইচ গ্রুপের একটি কারখানার সামনে থেকে বোরহানকে গ্রেপ্তার করা হয়। এ সময় বোরহান পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

জানা গেছে, চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যার পর অস্ত্রসহ গ্রেপ্তার হন ছোট সাজ্জাদ। এরপর জামিনে বেরিয়ে আবারও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। তার এসব কাজে সহযোগী হিসেবে ছিলেন বোরহান।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দগাঁওয়ের পাটানিয়াগোদা এলাকার সুমাইয়া স্টোরের সামনে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়েন বোরহান। এ সময় এক পথচারী গুলিবিদ্ধ হন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করলেও গুলিতে পথচারী আহতের বিষয়টি অস্বীকার করেন।

ওসি আফতাব উদ্দিন জানান, ছোট সাজ্জাদের সেকেন্ড-ইন-কমান্ড বোরহান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা তাকে গ্রেপ্তারের পর থানায় এনে জিজ্ঞাসাবাদ করছি। আশা করছি, তার তথ্যের ভিত্তিতে আমরা ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে সমর্থ হবো।

আরও জানা গেছে, জোড়া খুনসহ ১০ মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ নগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও ও হাটহাজারীর কাছে মূর্তিমান আতঙ্ক। একের পর এক খুন করলেও পুলিশ তাকে ধরতে পারেনি। এলাকায় ভবন নির্মাণসহ যেকোনো কাজ করতে গেলে সাজ্জাদকে চাঁদা দিতে হয় বলে জানান স্থানীয়রা।

চট্টগ্রামের চান্দগাঁও থানার অদুরপাড়ায় গত বছরের ২২ অক্টোবর বিকালে এলাকার আধিপত্য নিয়ে দুই সন্ত্রাসী সারোয়ার হোসেন ওরফে বাবলা এবং ছোট সাজ্জাদের বিরোধে খুন হন আফতাব উদ্দিন তাহসিন (২৬)। তিনি বাবলার অনুসারী ছিলেন। পরিবারের দাবি, নির্মাণসামগ্রীর ব্যবসা করতেন তাহসিন। চাঁদা না দেওয়ায় তাকে খুন করা হয়েছে।

গত ৫ ডিসেম্বর নগরীর অক্সিজেন মোড়ে সাজ্জাদকে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালান তিনি। ওই সময় পুলিশের দুই সদস্যসহ মোট চারজন গুলিবিদ্ধ হন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm