পাহাড়তলীতে ডিমের আড়তে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রামের পাহাড়তলীতে বিশেষ অভিযানে ডিমের আড়তে ডাকাতির ঘটনায় ডাকাত দলের একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ডাকাতের নাম মোহাম্মদ বাবুল (৪৫)। তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানাধীন বসুরহাট জসিমের বাড়ির মৃত আব্দুর রশিদ ছেলে। বর্তমানে তিনি পাহাড়তলীর সিগন্যাল কলোনিতে বসবাস করেন।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১২টা ৫০ মিনিটে পাহাড়তলী থানার ৩ নম্বর রেল গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ।

ওসি জানান, গত ২৪ আগস্ট পাহাড়তলী থানার ৩ নম্বর রেল গেট সিগন্যাল কলোনির ডিমের আড়তে সংঘটিত ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ডাকাত দলের সদস্য মোহাম্মদ বাবুলকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

আগে গ্রেপ্তার এক আসামির আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোহাম্মদ বাবুলের নাম উঠে আসে। তাকে পাহাড়তলী থানার ডাকাতি মামলায় (নং-০৪) আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm