কক্সবাজারে পাঁচ তারকা হোটেলের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম গোলাম রব্বানী। তার বাড়ি খুলনা সিটি কর্পোরেশনের দৌলতপুর উত্তর পাড়া এলাকায়।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের হোটেল সীগাল পয়েন্টে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন ইজিবাইক (টমটম) চালক গোলাম রব্বানীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোলাম রব্বানীর পকেটে থাকা এনআইডি থেকে জানা গেছে, তার বাড়ি খুলনা সিটি কর্পোরেশনের দৌলতপুর উত্তর পাড়ায়, বাবার নাম গোলাম আকবর।
তবে তিনি পর্যটক নাকি স্থানীয় কোনো প্রতিষ্ঠানে কর্মরত—তা নিশ্চিত হওয়া যায়নি।
রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কি কারণে বা কারা তাকে গুলি করেছে সেটাও জানা যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডিজে