ফেনসিডিলসহ ৮ মামলার আসামি গ্রেপ্তার পাহাড়তলীতে

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে বিশেষ অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ আট মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম মো. ফয়সাল চৌধুরী ইমন (২৪)। তিনি নগরীর পাহাড়তলী থানা এলাকার কলেজ রোড ফইল্যাতলী বাজার এলাকার বাঁচা মিয়া চৌধুরী বাড়ির মো. দিদারের ছেলে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১২টার দিকে পাহাড়তলী থানাধীন ৩ নম্বর রেল গেটের পশ্চিম পাশে সেন্টুর গ্যারেজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ।

গ্রেপ্তার ইমনের বিরুদ্ধে আগেও নগরীর বিভিন্ন থানায় ৮টির অধিক মামলা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য মামলাগুলো হলো—হালিশহর থানার এফআইআর নং-২/১৫৮ (১ জুলাই ২০২২), ধারা-৩৯৩, হালিশহর থানার এফআইআর নং-৭/২৩৬ (৫ অক্টোবর ২০২১), ধারা-৪৫৭/৩৮০, পাহাড়তলী থানার এফআইআর নং-১২/১৭৪ (১৬ জুলাই ২০১৯), ধারা-১৯/১৮৭৮ সালের অস্ত্র আইন, হালিশহর থানার এফআইআর নং-১৮ (১৫ মার্চ ২০২৪), ধারা-৪৫৭/৩৮০, হালিশহর থানার এফআইআর নং-১৪ (১২ মার্চ ২০২৪) ধারা-৩৯৯/৪০২, পাহাড়তলী থানার এফআইআর নং-৬ (১১ ডিসেম্বর ২০২৩), ধারা-৩৯৯/৪০২, হালিশহর থানার এফআইআর নং-১৪ (১৬ সেপ্টেম্বর ২০২৩), ধারা-৩৯৯/৪০২, হালিশহর থানার এফআইআর নং-১৭ (১৬ মার্চ ২০২৩), ধারা-৪৫৭/৩৮০।

ওসি বাবুল আজাদ বলেন, ফেনসিডিলসহ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় নতুন করে (মামলা নং-২) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে মামলা রুজু করা হয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm