চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির বর্ধিত সভা অনুষ্ঠিত

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) বিকালে চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ এয়াকুব ট্রেড সেন্টারে দক্ষিণ জেলা এলডিপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুলের সঞ্চালয়নায় অনুষ্ঠিত বর্ধিত সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন উপজেলা ও পৌরসভার সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন এলডিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী চৌধুরী, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, লোহাগড়া উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির, সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলী, সদস্য সচিব আ ন ম সালাহউদ্দিন, জামাল উদ্দিন, পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাতকানিয়া উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আনোয়ারা উপজেলা এলডিপির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ খাঁন, উত্তর সাতকানিয়া এলডিপির সদস্য সচিব হোসেন উদ্দিন ভূট্রো, বাশঁখালী পৌরসভা এলডিপির সভাপতি আনিসুর রহমান, পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহ্বায়ক গাজী আমির হোসেন, সদস্য সচিব মুজিবুর রহমান, যুগ্ন আহবায়ক মো. ছৈয়দ, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক একরাম হোসেন, সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, গণতান্ত্রিক ছাত্র চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক হাসান মো. আল মাসুদ, সদস্য সচিব আমিনুল হক তানিম।

বর্ধিত সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নিষ্ক্রিয় কমিটি পুনর্গঠন এবং মৃত্যুজনিত নেতাদের পদপূরণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আগামী ৩০ মে’র মধ্যে সকল উপজেলা ও পৌরসভা সম্মেলন সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। জুনে জেলা সন্মেলন করার সিদ্ধান্ত হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত সুশৃঙ্খল ও বেগবান করতেই এ সিদ্ধান্ত। এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম যেকোনো কর্মসূচি দিলে দক্ষিণ জেলা এলডিপি নেতাকর্মীদের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে রাজপথে থাকবে। দেশের জন্য, জণগণের জন্য, গণতন্ত্রের জন্য প্রয়োজনে জীবন উৎসর্গ করবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এলডিপির নেতাকর্মীরা অগ্রনী ভূমিকা পালন করবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm