বিক্রি মূল্য মুছে সয়াবিন বিক্রি, ৬ ব্যবসায়ীকে জরিমানা

সরবরাহ ঠিক থাকলেও বাজারে দেখা মিলছে না সয়াবিন তেল। আসন্ন রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী তেলের সংকট তৈরি করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হাতে ধরা পড়েছে এমন অনিয়ম। কৃত্রিম সংকট ও প্রকৃত মূল্য মুছে দেওয়ায় ছয় ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর কাজীর দেউরি বাজারে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ জানান, আসন্ন রমজান উপলক্ষে জনগণের সঙ্গে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। বাজার তদারকি অভিযান আগামীতেও চলবে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm