চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) রেলের গার্ডব্রেকের ৫টি লিপিয়াম ড্রাই ব্যাটারি চুরি হয়েছে। এসব ব্যাটারির আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে বলে জানিয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
বুধবার (১৯ ফ্রেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রেলের গার্ডব্রেকের তালা ভেঙে চুরির এ ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে গার্ডব্রেক চালু করতে গেলে বিষয়টি ধরা পড়ে।
এসময় ডিউটিতে ছিলেন—নায়েক দুলাল হোসেন ও সিপাহী আবদুর রহিম। পরে বিষয়টি জানাজানি হলে আরএনবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেন।
এ ঘটনায় একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন হয়েছে বলে জানান আরএনবি পূর্বাঞ্চলের কমান্ড্যান্ট মো. শহিদুল্লাহ।
মো. শহিদুল্লাহ বলেন, চুরির খবর জানার পর দায়িত্বে থাকা দুজনকে জিজ্ঞোসাবাদ করা হয়েছে। এ নিয়ে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি নিশ্চিত করা হবে।
গত ছয়মাসে সিজিপিওয়াই থেকে প্রায় ৩০টি ব্যাটারি চুরি হয়েছে।
সিএম/ডিজে