চট্টগ্রাম বিমানবন্দরে সুতার কার্টনে মিললো ১০ দামি মোবাইল ও বৈদেশিক মুদ্রা, যুবক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সুতার বান্ডিলের ভেতরে লুকিয়ে পাচারের সময় ১০টি দামি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যুবককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার (১১ মে) দুপুর আড়াইটার দিকে আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালের ৭ নম্বর গেট এলাকা থেকে মো. সাইম নাওয়াজ (২৫) নামে ওই যাত্রীকে আটক করা হয়।

সাইম সাতকানিয়ার ছমদর পাড়া এলাকার বাসিন্দা এবং দুবাইগামী যাত্রী ছিলেন। স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়।

কাস্টমসের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত ১০টি মোবাইলের মধ্যে ২টি আইফোন ও ৮টি স্যামসাং ব্র্যান্ডের। বাজারমূল্য প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া তার কাছে থাকা ৩০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ৯০ হাজার টাকা) জব্দ করা হয়। পাচারে ব্যবহৃত ৪৬ কেজি সুতাও মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

আটক সাইম নাওয়াজ ঘন ঘন মধ্যপ্রাচ্যে যাতায়াত করতেন। তার বিরুদ্ধে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm