চট্টগ্রাম মেডিকেলে একসঙ্গে জন্ম নিলো ৪ শিশু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক মায়ের ঘর আলো করে এলো দুই কন্যা ও দুই ছেলে শিশু। সদ্য জন্মানো চার শিশুর ওজন স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হলেও মা-সহ তারা সকলেই সুস্থ আছে।

‎সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রপচারের মাধ্যমেই চার শিশুর জন্ম হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে মায়ের নাম ঠিকানা প্রকাশ করেনি তারা।

যেখানে স্বাভাবিক নবজাতকের ওজন ২ দশমিক ৮ থেকে ২ দশমিক ৯ কেজি পর্যন্ত হয়। সেখানে এই চার শিশুর ওজন ছিলো যথাক্রমে ১ দশমিক ৪ ও ১ দশমিক ৫ কেজি। আর বাকি দুইজনের ওজন ১ দশমিক ২ কেজি।

‎অপারেশনে নেতৃত্ব দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি ইউনিট প্রধান ডা. তাসলিমা বেগম।

‎তিনি জানান, এটা কোয়াড্রাপলেট প্রেগন্যান্সি। একজন মা একই সময়ে চারটি শিশু গর্ভধারণ করেন এবং নানান জটিলতা পেরিয়ে সন্তান জন্ম দেন। প্লাসেন্টা ছিল কোয়াড্রিকোরিওনিক ও কোয়াড্রিএমনিওটিক। শিশুদের ওজন কম। তবে মা ও সন্তান সবাই সুস্থ আছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm