চট্টগ্রাম রেলের আরএনবির ব্যান্ড পার্টি ‘ভাড়ায় খাটে’ বিয়ের অনুষ্ঠানে

রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের খুলশী ট্রেনিং সেন্টারের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) নিজস্ব ব্যান্ড দলের সদস্যদের বিরুদ্ধে বেসরকারি অনুষ্ঠানে ভাড়ায় খাটার অভিযোগ উঠেছে। ভাড়ায় খেটে মাসে কয়েক লাখ টাকার আয়ের একটি অংশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পকেটেও ঢুকে—এমন অভিযোগও রয়েছে। ১৯ সদস্যের সরকারি এই ব্যান্ড দলের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত দুজন সিপাহীসহ কোটি টাকা আত্মসাতের ঘটনায় জেল খাটা এক হাবিলদারও রয়েছেন। এছাড়া ব্যান্ড দলের প্রধানের বিরুদ্ধে রয়েছে চুরি, টাকা দিয়ে র‌্যাংক কেনাসহ নানান অভিযোগ। এমনকি অপকর্মের কারণে তিনি ক্লোজড হয়েছিলেন।

আরএনবি সূত্রে জানা গেছে, ব্যান্ড দলের প্রধান ছাড়াও হাবিলদার ইউনুস মামুন পোস্টিং হাবিলদারের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৪ সালে খুলশী ট্রেনিং সেন্টারে যোগদানের পর আর কোথাও যাননি। দীর্ঘ ২১ বছর ধরে এখানেই পড়ে আছেন। খুলশী ট্রেনিং সেন্টারের কোনো সদস্য কক্সবাজার রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালন করতে গেলে যাতায়াত ভাতার ৩০ শতাংশ ইউনুস মামুনকে দিতে হয়। এছাড়া হাবিলদার হয়েও ‘টাকা দিয়ে’ এএসআই র‌্যাংক কেনারও অভিযোগ তার বিরুদ্ধে।

ব্যান্ড দলের আরেক সদস্য হাবিলদার রাকিব তালুকদার। তিনি ব্যান্ড দলের সদস্য না হয়েও ভাড়ায় খাটেন। তিনি চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের ঘটনায় একাধিকবার জেল খেটেছেন। এছাড়া তিনি পাহাড়তলী স্টোর সার্কেলে পোস্টিং হাবিলদার থাকার সময় চুরিসহ নানান অনিয়মের জড়িয়ে পড়েন। এজন্য তাকে ক্লোজড করে খুলশী ট্রেনিং সেন্টারে পাঠানো হয়।

এছাড়া দলে রয়েছে আরও দুজন অবসরপ্রাপ্ত সিপাহী ইউনুস মিয়া ও আবদুল হাই। অন্য সদস্যরা হলেন—হাবিলদার জেমস চাকমা, সিপাহি খোকন জ্যোতি চাকমা, প্রিয় চাকমা, দীনেশ চাকমা, রুপান্ত চাকমা, রঞ্জয় চাকমা, উজ্জ্বল চাকমা, রিপন তঞ্চঙ্গ্যা, রুপন দাস, অমর দাশ, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, আজিজুর রহমান, মামুনুর রশীদ, লুৎফর রহমান শাকিব।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্যান্ড দলের সদস্যরা সরকারি অনুষ্ঠানের বাইরে বিয়ে, মেহেদি, আকিকাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত ভাড়ায় খাটেন।প্রতিটি অনুষ্ঠানে বাজানোর জন্য তারা ৪০-৫০ হাজার টাকা নিয়ে থাকেন। এই টাকার অর্ধেক টাকা ব্যান্ড দলের সদস্যরা ভাগ করে নেন৷ বাকি অর্ধেক টাকার ভাগ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার পকেটে যায়। এজন্য কর্মকর্তারা বিষয়টি নিয়ে মাথা ঘামান না।

চট্টগ্রাম প্রতিদিনের হাতে এসেছে বিভিন্ন অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানোর কিছু ছবি ও ভিডিও। এসব অনুষ্ঠানের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গত ৮ আগস্ট এলাকা আগ্রাবাদে সরকারি কমার্স কলেজের পাশে ‘ক্লাসিক ওয়ার্ল্ড’ নামে কমিউনিটি সেন্টারে একটি বিয়েতে আরএনবির নিজস্ব ব্যান্ড দল বাজনা বাজায়। ভিডিওতে দেখা গেছে, সামনের সারিতে পাশাপাশি দাঁড়িয়ে আছেন অবসরপ্রাপ্ত দুই সিপাহি—ইউনুস মিয়া ও আবদুল হাইকে।

ব্যান্ড দলের এসব সদস্যরা জাতীয় বিভিন্ন কুচকাওয়াজ, রেলের কর্মকর্তা-কর্মচারীদের পাসিংআউট, বিশেষ অতিথিদের বরণ, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বিভিন্ন অনুষ্ঠানে ব্যান্ড বাজানোর কাজ করেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক সমস্যা যেমন মাদক সেবন, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতেও এই ব্যান্ড দল কাজ করে থাকে।

এই ব্যান্ড দল আরএনবির খুলশী ট্রেনিং শাখার সিআই ইস্রাফিল মৃধার অধীনে থাকলেও তিনি জেনেও যেন কিছুই জানেন না। এ বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। এছাড়া ব্যান্ড দলের প্রধান ইউনুস মামুনের মুঠোফোনেও সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে আরএনবি পূর্বাঞ্চলের কমান্ড্যান্ট মো. আশাবুল ইসলাম বলেন, ব্যান্ড দলের সরঞ্জাম ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত কল্যাণ সমিতির টাকায় কেনা। কোনো সরকারি টাকায় কেনা নয়। ব্যান্ড দলের সদস্যরা কেউ চাকরি ফাঁকি দিয়ে বেসরকারি অনুষ্ঠানে ভাড়ায় যায় না। বেসরকারি অনুষ্ঠানে আয়ের টাকা একটি ব্যাংক একাউন্টে জমা হয়। এই টাকা সদস্যদের আপদকালীন ও বিভিন্ন জরুরি প্রয়োজনে ব্যয় হয়। এখানে অনিয়মের কিছু নেই। এই বিষয়ে আমি নিউজ করার কিছু দেখি না।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm