চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন প্রজাতির ৬৯৭টি হত্যা করা পাখি পাচারের সময় চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ১৩৫
শালিক, ৪২২টি চড়ুই এবং ১৪০টি বাবুই পাখি।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে উপজেলা পরিষদ গেটে থেকে এসব পাখি জব্দ করা হয়।
আটকরা হলেন—পটিয়া উপজেলার মৃত আব্দুস ছোবাহানের ছেলে মো. ছৈয়দুল আলম (৬০), মৃত বাচা মিয়ার ছেলে মো ইদ্রিস (৬৫), আব্দুল মান্নানের ছেলে মো. সোহেল (৩০)।
পুলিশ জানায়, উপজেলার ইছামতি নদীর পাড়ে প্রতিনিয়ত পাখি শিকার করে আসছে এই চক্র। তারা বিভিন্ন প্রজাতির পাখি ধরে হত্যার পর বস্তাভরে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। পরে তা বিক্রি করে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা প্রায় ৬৯৭টি মৃত পাখি জব্দ করেছি। পাখিগুলো বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।
আদালতের আদেশ প্রার্থী সাপেক্ষে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম অথবা আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
চট্টগ্রাম বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে। আর কোনো চক্র যাতে অবাধে পাখি শিকার করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হবে।
ডিজে