s alam cement
আক্রান্ত
১০২২৪৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৫

চবির আলাওল হলে সাপের কামড়ে কর্মী আহত

সাপ তাড়াতে ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে রুম পরিষ্কার করতে গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন প্রকৌশল দপ্তরের এক কর্মচারী।

রোববার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে আলাওল হলের ১১০ নম্বর রুমে এই ঘটনা ঘটে।

আহত কর্মচারীর নাম বাচ্চু মিয়া। তাকে চিকিৎসার জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। সেখানে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হবে।

এ দিকে খবর পেয়ে সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম।

তিনি বলেন, সকালে খবর পেয়ে হলের শিক্ষার্থীদের সহায়তায় ঘরগিন্নি নামের সাপটি উদ্ধার করি। এর ইংরেজি নাম Common Wolf Snake। এটি একটি নির্বিষ (Nonvenomous) সাপ, এর দংশনে বিষক্রিয়া হয় না। এটি আমাদের পর্যবেক্ষণে আছে, যদি মনে হয় আমরা রিসার্চের কাজে ব্যবহার করবো। অন্যথায়, ক্যাম্পাসের কোনো এক স্থানে অবমুক্ত করা হবে।

আলাওল হলের প্রভোস্ট ড. নইম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, হলের কক্ষে সাপ পাওয়ার বিষয়টি শুনেছি। প্রকৌশল দপ্তরের একজন কর্মচারীকে সাপ কামড় দিয়েছে। তবে সেটি বিষধর সাপ ছিল না। হল থেকে সাপ তাড়াতে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষকদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm