s alam cement
আক্রান্ত
১০২২৪৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৫

মারাই গেলেন গুলিতে আহত কক্সবাজার শ্রমিক লীগ সভাপতি

0

কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে আহত জেলা শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার (৭ নভেম্বর) ১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জহিরুল ইসলাম সিকদারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মনিরুল গিয়াস।

একই ঘটনায় আহত জহিরের ছোট ভাই আওয়ামী লীগ নেতা কুদরত উল্লাহ সিকদারও চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদারের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বিক্ষুব্ধ লোকজন রোববার দুপুরে সড়কে ব্যারিকেট দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। এই সময়ে বেশ কিছু যানবাহন ভাঙচুরও করা হয়।

গত শুক্রবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজ অফিসে দুর্বৃত্তদের গুলিতে আহত হন কুদরত উল্লাহ সিকদার ও তার ভাই জহিরুল ইসলাম সিকদার। কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে আহত দুই ভাইকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনিত ঘটলে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এআরটি/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm