চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা শুক্রবার (২৭ জুন) চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের নেতৃত্বস্থানীয়রা এলামনাইদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার ওপর জোর দেন এবং আগামীর কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, এলামনাই অ্যাসোসিয়েশন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থসিদ্ধির জায়গা নয়; এটি একটি সম্মিলিত প্রয়াস, যার মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের পাশে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখতে পারেন। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে এই সংগঠনকে সক্রিয়, প্রাণবন্ত ও কল্যাণমুখী হিসেবে গড়ে তুলতে হবে।
সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার মুহতাসিম বিল্লাহ। পরিকল্পনার মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসংস্থানে সহায়তা, ভৌত অবকাঠামো উন্নয়ন, বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব প্রকল্পে অংশগ্রহণ, গবেষণায় উৎসাহ দিতে শিক্ষক সম্মাননা প্রদান, তথ্যকেন্দ্র ও ‘কমফোর্ট সেন্টার’ স্থাপন, কল্যাণ তহবিল গঠন, স্থায়ী কার্যালয় নির্মাণ এবং ২০২৭ সালের মধ্যে ২৫ হাজার নতুন সদস্য অন্তর্ভুক্তি। পাশাপাশি, আসন্ন নভেম্বর মাসে একটি বৃহৎ পুনর্মিলনী আয়োজনের ঘোষণাও দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাবেক চাকসু ভিপি এসএম ফজলুল হক।
সাধারণ সম্পাদক ব্যারিস্টার মুহতাসিম বিল্লাহ ফারুকীর সঞ্চালনায় আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব সিরাজউদ্দীন মিয়া সাথী, নৌ সচিব মো. ইউসুফ, এডিবির সাবেক পরিচালক ড. মাহফুজউদ্দিন আহমেদ, সহ-সভাপতি এএম শামসুজ্জামান হীরা, সাবেক ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী, সাবেক জিএস আজিম উদ্দিন আহমেদ, সৈয়দ সগির আহমেদ, মুজতবা কামাল, অধ্যাপক ইউনুচ গনি, রেজাউল করিম, মহিউদ্দিন বাদল, সাংবাদিক সালাহউদ্দিন মোহাম্মদ রেজা ও মোহাম্মদ আসিফ চৌধুরী প্রমুখ।
সভায় সাবেক চাকসু জিএস মাহমুদুর রহমান মান্না তাঁর স্মৃতিচারণে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খ্যাতি এখন বিশ্বব্যাপী। এখানকার শিক্ষার্থীরা দেশ-বিদেশে নেতৃত্ব দিচ্ছে।’
প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব সিরাজউদ্দীন মিয়া বলেন, ‘একমাত্র ঐক্যই চবি এলামনাইয়ের প্রকৃত শক্তি। বিভক্তি কোনো সমস্যার সমাধান হতে পারে না। আমাদের রাজনীতি হবে বন্ধুত্ব আর ঐক্যের, যেখানে সবাই একসাথে বসে এগিয়ে যাবে।’