মাদকের বিরুদ্ধে সাহসী ও নিরলস ভূমিকার স্বীকৃতিস্বরূপ ‘এশিয়ান বিজনেস আইকনিক অ্যাওয়ার্ডস ২০২৫’–এ ভূষিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরোর ডেপুটি চিফ ও সিনিয়র রিপোর্টার মুহাম্মদ সেলিম।
শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমাণ্ডুর হোটেল ক্রিস্টাল পশুপতিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নেপালের বন ও পরিবেশ মন্ত্রী আইন বাহাদুর শাহী তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন।
এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তান থেকে বিভিন্ন পেশার গুণীজনেরা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত হন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেপালের সাবেক মন্ত্রী, আইন পরিষদের সদস্য ও বাগমতী প্রদেশের বিধানসভার সদস্য কাঞ্চন চন্দ্র বাদে, আরপিপি-র সাধারণ সম্পাদক ও সাবেক ফেডারেল অ্যাফেয়ার্স ও স্থানীয় উন্নয়ন মন্ত্রী কুন্তি কুমারী শাহী, সাবেক সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ভানু ভক্ত ঢাকাল, সিপিএন (ইউএমএল)’র পলিটব্যুরো সদস্য আনন্দ প্রসাদ পোখরেল, সাবেক সংসদ সদস্য মনিরাম ফুয়াল ও বাগমতী প্রদেশের সাবেক ভৌত অবকাঠামো উন্নয়ন মন্ত্রী কৃষ্ণ লাল ভডেলসহ আরও অনেকে।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় সাংবাদিক মুহাম্মদ সেলিম বলেন, ‘এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে। মাদকের বিরুদ্ধে সমাজকে সচেতন করতে আমি আমার কাজ আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যাব।’