মেছোবাঘটি বসেছিল জাম গাছের ওপর, অতঃপর…

চট্টগ্রামের ‎সীতাকুণ্ডে লোকালয়ে জাম গাছের ওপরে বসে আছে একটি মেছোবাঘ। প্রথমে দেখে স্থানীয়দের মনে আতঙ্ক তৈরি হলেও পরে তারা সেটিকে ধরতে যায়। কিন্তু ওই সময় মেছোবাঘটি পুকুরে লাফ দেয়। পরে মাছ ধরার জাল ফেলে মেছোবাঘটিকে ধরা হয়।

শনিবার (২৮ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ এলাকায় এই ঘটনা ঘটেছে।

‎স্থানীয় যুবদল নেতা লোকমান হোসেন রকিব জানান, ইউনিয়ন পরিষদের পাশেই আমার বাড়ি। দুপুর বেলা হঠাৎ একটি মেছোবাঘ বাড়ির পাশে একটি জাম গাছের ওপর দেখতে পায় আমার ভাতিজা মাহমুদ, কায়েদ, শাহারিয়ার ও নাঈম। প্রথমে মেছোবাঘটিকে দেখে ভয় পেলেও এক পর্যায়ে তারা দলবদ্ধ হয়ে সেটি ধরার চেষ্টা করেন। এই সময় মেছোবাঘটিকে ধাওয়া দিলে সেটি পুকুরে লাফ দেয়। এক পর্যায়ে স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে পুকুর থেকে মেছোবাঘটিকে ধরতে সক্ষম হয়। 

মেছোবাঘটি ধরার পর সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডের ও ইকো পার্কে নিয়ে গেলে দায়িত্বরত কর্মকর্তা সেটিকে ইকো পার্কে অবমুক্ত করার জন্য হস্তান্তর করেন। 

‎বাঘটির ওজন প্রায় ২০ কেজির কাছাকাছি বলে জানা গেছে।

‎বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দায়িত্ব রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, বাড়বকুণ্ড এলাকা থেকে একটি মেছোবাঘ আটক করে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে আনা হয়। পরে বাঘটিকে পাহাড়ের ভেতর অবমুক্ত করা হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm