চান্দগাঁওয়ে একনলা বন্দুকসহ বুইশ্যা বাহিনীর সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের চান্দগাঁওয়ে বুইশ্যা বাহিনীর এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সন্ত্রাসীর নাম ইমন হোসেন ওরফে আবদুর রহমান (২২)।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে বাড়ইপাড়ার জামাল কলোনিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমন হোসেন নাটোরের বরাইগ্রাম থানার জামাই দীঘার মৃত ফজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অপারেশনে ধরা পড়েন ইমন। দীর্ঘদিন ধরে বুইশ্যা বাহিনীর অস্ত্র বহন, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা ও এলাকায় প্রভাব খাটানোর কাজ করতেন তিনি। অভিযানে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে চারটি মামলা আছে।

মূলহোতাদের পাশাপাশি এখন সহযোগীদের দিকেও নজর বাড়ানো হয়েছে। ইমনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানায় চান্দগাঁও থানা পুলিশ।

এএইচ/ডিজে

ksrm